Date : 02 Jan, 2024
নতুন বই হাতে পেয়ে নতুন উদ্যোমে পাঠে মনোনিবেশ করতে হবে
------ উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২য় দিনের মত বই উৎসব পালিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আব্দুল ওয়াহাব। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল , কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার।, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কাউট শিক্ষক মোখলেসুর রহমান।মহিলা বিভাগের পৃথক সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ মুর্শেদা আক্তার স্কুল ইনচার্জ জাকিয়া নূরী চেীধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আব্দুল ওয়াহাব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ,নতুন বই হাতে পেয়ে নতুন উদ্যোমে পাঠে মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনা মেনে ,পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা আর দেশের প্রতি ভালোবাসা নিয়ে অধ্যয়ণ চালিয়ে গেলে সফলতা আসবেই। তিনি ইংল্যান্ড,জাপান ও ভারতে শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যে বিষয়ে আগ্রহ যার যত বেশী সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে অধ্যয়ণ করলে জ্ঞান, মেধার কার্যকর উৎকর্ষ হয়। তিনি শিক্ষক -শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সুনাম অব্যাহত রাখার আহবান জানান।
অধ্যক্ষ গোলাম রব্বানী তার সভাপতির বক্তব্যে প্রধান অতিথির সাফল্যে ভরপুর উজ্জল শিক্ষাজীবনে প্রতি অনুপ্রানিত ও উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। পরে প্রধান মেহমান শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বিজ্ঞপ্তি।